Tuesday, December 9, 2014

কাঁচা খেজুর রসের ফলে মৃত্যুও ঘটতে পারে !

শীত মানেই তাজা সবজি, পিঠা-পুলি, বেড়াতে যাওয়া আরো কত কি। তবে শীতে খেজুরের রস ও খেজুররে গুড় সবার দারুণ প্রিয়। যতই ভালোবাসুন না কেন কাঁচা খেজুর রস খেতে সাবধান। কেননা কাঁচা খেজুর রসে থাকতে পারে নিপাহ ভাইরাস যা ফলে মৃত্যুও ঘটে। গত কয়েক বছর ধরে শীতকালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাট, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ২০০১ সালে মেহেরপুর জেলায় অজ্ঞাত রোগ হিসেবে দেশে প্রথম এই রোগের প্রাদুর্ভাব ধরা পড়ে। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় নিপাহ নামক গ্রামে এই ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে বলে রোগের জন্য দায়ি ভাইরাসকে ‘নিপাহ’ নামে অভিহিত করা হয়। নিপাহ ভাইরাসের বাহক প্রধানত বাদুড়।
শীতকালে বাদুড় খেজুরের কাঁচা রস খাওয়ার সময় রসের মধ্যে এই নিপাহ ভাইরাসের বিস্তার ঘটে। বাদুড়ে মুখ দেয়ায় নিপাহ ভাইরাস সংক্রমিত এই কাঁচা খেজুর রস পানের মাধ্যমে মানুষ নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়।
গত কয়েক বছর ধরে শীতকালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাট, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ২০০১ সালে মেহেরপুর জেলায় অজ্ঞাত রোগ হিসেবে দেশে প্রথম এই রোগের প্রাদুর্ভাব ধরা পড়ে। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় নিপাহ নামক গ্রামে এই ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে বলে রোগের জন্য দায়ি ভাইরাসকে ‘নিপাহ’ নামে অভিহিত করা হয়। নিপাহ ভাইরাসের বাহক প্রধানত বাদুড়।
শীতকালে বাদুড় খেজুরের কাঁচা রস খাওয়ার সময় রসের মধ্যে এই নিপাহ ভাইরাসের বিস্তার ঘটে। বাদুড়ে মুখ দেয়ায় নিপাহ ভাইরাস সংক্রমিত এই কাঁচা খেজুর রস পানের মাধ্যমে মানুষ নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়।

ইনস্টিটিউট ফর ইপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ও আইসিডিডিআরবি এ বিষয়ে গবেষণা করেছে। অনুসন্ধান করে দেখা গেছে, রাতে বাদুড় খেজুর গাছে বাঁধা হাঁড়ি অথবা নল থেকে রস খাওয়ার সময় লালার সঙ্গে নিপাহ ভাইরাস রসে যায়। সেই রস যারা খায় তারাই নিপাহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয় এবং মারা যায়। এর কোনো চিকিৎসা বের হয়নি।
নিপাহ ভাইরাস মিশ্রিত খেজুর রস যারা পান করেছে তাদের জ্বর, অচেতন হয়া, খিচুনি, বমিসহ মাথাব্যথা, শ্বাসকষ্ট হয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ৯২ শতাংশের। এই রোগকে মস্তিষ্ক প্রদাহ বা এনসেফাইটিস হিসেবে চিহ্নিত করা হয়।


ইনস্টিটিউট ফর ইপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ও আইসিডিডিআরবি এ বিষয়ে গবেষণা করেছে। অনুসন্ধান করে দেখা গেছে, রাতে বাদুড় খেজুর গাছে বাঁধা হাঁড়ি অথবা নল থেকে রস খাওয়ার সময় লালার সঙ্গে নিপাহ ভাইরাস রসে যায়। সেই রস যারা খায় তারাই নিপাহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয় এবং মারা যায়। এর কোনো চিকিৎসা বের হয়নি।
নিপাহ ভাইরাস মিশ্রিত খেজুর রস যারা পান করেছে তাদের জ্বর, অচেতন হয়া, খিচুনি, বমিসহ মাথাব্যথা, শ্বাসকষ্ট হয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ৯২ শতাংশের। এই রোগকে মস্তিষ্ক প্রদাহ বা এনসেফাইটিস হিসেবে চিহ্নিত করা হয়।

এবার ডাক্তারের কাজ করবে মোবাইল!





এবার ডাক্তারের কাজ করবে মোবাইল! তথ্য দেবে প্রাণঘাতী রোগ সম্পর্কে। সে রকমই ব্রাউজার আনছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা ব্লাকবেরি।

নতুন এই ব্রাউজারটির নাম জিনোমে। নান্টহেলথ সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই মোবাইল ব্রাউজারটি বাজারে আনছে ব্ল্যাকবেরি। নয়া এই ব্রাউজারের মাধ্যমে পাওয়া যাবে ক্যান্সার সম্পর্কে যাবতীয় তথ্য। শুধু তাই নয়, জানা যাবে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যও। তবে নতুন এই ব্রাউজারটি কেবল তাদের পার্সপোর্ট মডেলটিতেই ডাউনলোড করতে পারবেন আগ্রহীর।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্ল্যাকবেরি তাদের পার্সপোর্ট মডেলটি বাজারে আনে।

Sunday, December 7, 2014

যেভাবে আপনাকে দেখতে পায় ফেসবুক





ফেসবুক কীভাবে আপনাকে চিনতে পারে, তা নিয়ে শিল্পীর আঁকা গ্রাফিক্স চিত্র দেখলে চমকে উঠবেন। মানুষের মুখকে অনেকটা ‘এলিয়ন’দের মতো দেখে চিনে রাখে ফেসবুক।

ক্যালিফোর্নিয়ার এক শিল্পী এই চিত্রগুলি প্রকাশ করেছেন। মেল অনলাইন সূত্রে খবর, ইলেক্ট্রনিক যুগে এভাবেই ইউজারদের ‘আইডেন্টিটি’ খতিয়ে দেখে ফেসবুক।
শিল্পীর দাবি, ‘ফেস ডিটেকশন’-এর জন্য প্রথমেই ফেসবুকের বিপুল ডেটাবেসের মধ্যে থেকে কয়েকটি সাধারণ প্যাটার্ন খুঁজে নেয় সোশ্যাল সাইটটি। পরে তার সঙ্গে যোগ করা হয় ব্যক্তিবিশেষের খুঁটিনাটি। থ্রিডি গ্রাফিক্সের দৌলতে নিজের তথ্যভাণ্ডারে ইউজারদের মুখের স্থিরচিত্র জমিয়ে রাখা হয়। এই কাজে ব্যবহার করা হয় লগারিদ্যামের জটিল গাণিতিক হিসেব। ফেসবুকের সেই ডেটাবেসের মধ্যে থেকেই কয়েকটি সংগ্রহ করে প্রকাশ্যে এনেছেন শিল্পী স্টারলিং ক্রিসপিন।

শিল্পী বলেন, “জেনেটিক লগারিদ্যম’ ও ইভলভিং থ্রি ডি শেপস’-এর সাহায্যে এমন একটি সিস্টেম বানিয়েছি যার ফলে একজন ইউজারকে কীভাবে চিনে নেয় ফেসবুক তা জানতে পারবেন।
আগামীদিনে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষের মুখকে আরও নিখুঁতভাবে চিহ্নিত করে রাখবে ফেসবুক, আশাপ্রকাশ করেছেন স্টারলিং। পাশাপাশি তিনি এও যোগ করেছেন, কয়েকটি মুখ দেখে তিনি নিজেও ভয় পেয়েছিলেন।

অন্তরঙ্গ মুহূর্তে সঙ্গীর চোখের ভাষা বলে দেবে গুগল গ্লাস!






অন্তরঙ্গ ভালোবাসার মিলনের সেই শুভক্ষণে কেমন দেখতে লাগে ভালোবাসার মানুষটিকে আর তার চোখে আপনাকে? মাঝেমধ্যে কি ভাবনার জোয়ার দোলা দেয় অবচেতন মনে তা নিয়ে? হ্যাঁ,আপন মনে ভাবনার দিন বুঝি এবার ফুরলো গ্রাহক সেবায় নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে গুগল গ্লাস।

গুগল গ্লাসে খুব তাড়াতাড়ি আসছে নতুন আইফোন অ্যাপ ‘গ্লান্স’। মিলনের সময় আপনার সঙ্গীর চোখে আপনাকে কেমন দেখতে লাগে, ও আপনার সঙ্গীকে আপনার চোখে কেমন দেখতে লাগে তার ছবি তুলবে এই নতুন অ্যাপ। এর জন্য গুগল গ্লাস পরে নিয়ে আপানকে শুধু বলতে হবে ‘ওকে গ্লাস, ইটস টাইম’। তাহলেই গুগল গ্লাস একে অপরের চোখে আপনাদের স্ট্রিম করতে শুরু করবে। আর যখন বন্ধ করতে চান তখন বলতে হবে ‘ওকে গ্লাস, পুল আউট’।

গত বছর লন্ডনে ৩ জনের একটি দল এই অ্যাপ তৈরি করেন। অন্তরঙ্গ মুহূর্তে গুগল গ্লাসের ব্যবহার নিয়ে ছিল এই প্রকল্প। এই অ্যাপের সাহায্যে যৌনমিলন এক নতুন ধরণের অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছেন কারিগররা। আর যদি পরেও এই মুহূর্ত উপভোগ করতে চান তাহলে সেভ করে রাখতে পারেন এই লাইভ স্ট্রিমিং।
UNLIMITED BANGLADESHI NATOK DOWNLOAD-Do u want to download bangladeshi natok?.please click here...

Saturday, December 6, 2014

Fruits and Vegetables Can Fight Depression


Fruits and Vegetables Can Fight Depression
Depression and mental issues are common for millions of people, unfortunately a lot of them are hard to diagnose and even harder to treat. The good news is that a study released this week shows that a simple diet change can dramatically improve mental health for many patients. The study showed that patients who consumed proper portions of fruits and vegetables were significantly happier, less likely to be depressed, and less likely to develop various mental health issues.
This is a staggering result that even the doctors in charge did not expect. Apparently there are quite a few things that lead to this increase in happiness, one of the biggest is the obvious health benefits as a whole. People that consume proper amounts of fruit and vegetables are much more likely to be healthy in general and not overweight.
Essentially doctors are recommending that you continue to strive to eat an adequate amount of fruits and vegetables every day. This will not only keep your body healthy, it’ll keep your mind healthy too and that is obviously a big part of life. If you’re not eating enough fruits and vegetables maybe now is the time to get started, especially since the benefits just continue to add up .