Sunday, December 14, 2014

আর নয় ডাক্তার, পোশাক জানাবে স্বাস্থ্যের খবর

শরীর অসুস্থ হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক ধরিয়ে দেন এই টেস্ট, সেই টেস্ট। তারপর দৌড়াও প্যাথলজি সেন্টারে। একদিনের অপেক্ষার পর টেস্টের কাগজ নিয়ে তারপর ফের চিকিৎসকের দ্বারে। তবে একগাদা টেস্টের ঝক্কি থেকে রেহাই দিতে আসছে বিশেষ ব্যবস্থার পোশাক।পোশাক জানাবে স্বাস্থ্যের খবর ।
পোশাকই বলে দেবে রক্তে শর্করা বেড়ে গেল কি-না, হার্ট কতটা ঠিকঠাক কাজ করছে, কিংবা মস্তিষ্কের সচলায়তন। আর টেস্ট রিপোর্টের কাগজ নয়, সব তথ্য জড়ো করে ওই পোশাকই পাঠিয়ে দেবে ওয়্যারলেস কিংবা সেলফোনের নেটওয়ার্কে।
এমনই পোশাক তৈরি করেছেন কানাডার কুইবেকের লেভাল ইউনিভার্সিটির গবেষকরা। লেভাল ইউনিভার্সিটির অধ্যাপক ইউনুস মেসাদ্দেকের নেতৃত্বে গবেষকদের তৈরি ওই বিশেষ পোশাকে রয়েছে স্মার্ট ফেব্রিক যা তামা, পলিমার, গ্গ্নাস ও সিলভারের সংমিশ্রণে তৈরি।

কানাডার ‘ফোটোনিক ইনোভেশন’ এক্সেলেন্স রিসার্চ-চেয়ার অধ্যাপক মেসাদ্দেক বলেন, এসবের তৈরি তন্তু বা ফাইবার একই সঙ্গে সেন্সর ও অ্যান্টেনার কাজ করবে। এই তন্তু টেকসই, কিন্তু নমনীয় হবে। উল কিংবা সুতোর সঙ্গেও এই তন্তু বোনা যাবে।
তিনি জানান, এ পোশাক পরিধানকারীর দৈহিক বা শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং নানা তথ্য বেতার বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পাঠিয়ে দেবে চিকিৎসকের কাছে।
গবেষণাপত্রটি সেন্সর জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রে বলা হয়, যারা দীর্ঘমেয়াদি রোগশোকে ভুগছেন কিংবা কোনো বৃদ্ধ বয়সে একাকী বাস করছেন এবং দমকলকর্মী ও পুলিশ কর্মকর্তার জন্য এ পোশাক ব্যবহার করা যেতে পারে।গবেষকরা জানান, পোশাকটি ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা উৎরে গেছে। তবে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

Saturday, December 13, 2014

বিস্ময়ের বিস্ময়, স্কিন ডিভাইস সিক্রেট (Cicret)! এটাই বুঝি ভবিষ্যত!

ডিভাইস সিক্রেট নামে একটি প্রজেক্ট শুরু করেছিলেনন ফ্রান্সের একজন ডিজাইনার বছর খানে আগে। ইদানিং সেটা সাফল্যের রুপ নিতে যাচ্ছে।
কেউ কি ভাবতে পারছেন যে হাতের রজ্জুর স্কিনে/চামড়ায় আপনী মোবাইল ফোন ব্যবহার করছেন। ফোন কল রিসিভ করছেন। ব্যবহার করছেন ইন্টারনেট!
ইউটিউবের ভিডিওটি দেখুন যা ইতিমধ্যে ৪,২৪১,১২৮ বার দেখা হয়েছে। তবে কোন থার্ড পার্টি কোম্পানী বা ওয়েবসাইট যদি বলে তারা এই ডিভাইসটি বিক্রি করছে, প্লীজ বিশ্বাস করবেন না।
Skin deep tech Cicret bracelet 5454
এটা হাতের রজ্জুতে মোবাইল বা কম্পিউটার স্কিনের মতো প্রদর্শিত হবে এবং আপনার হাতের চামড়া স্কিন টাচ ডিভাইস হিসেবেই ব্যবহৃত হবে।

আপনী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, ইমেইল পড়তে পারবেন, ওয়েবসাইট দেখতে পারবেন, ফোন কল গ্রহন ও প্রেরন করতে পরবেন।
Skin deep tech  Cicret bracelet 4537
সিক্রেটএর কো ফাউন্ডার প্রমিয়ার বলেন, এক বছর আগে তিনি এই প্রকল্প শুরু করেছিলেন এবং এটার ডিজাইন করতে তার ছয় মাস লেগেছে। বাজারজাত করতে আঠারো মাস। তবে আশা করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এটা পরীক্ষামুলকভাবে বাজারজাত করা হবে $৪০০ ডলার মুল্যে।

Friday, December 12, 2014

আলোকরশ্মি দিয়ে তথ্য বিনিময় করবে কম্পিউটার

আলোকরশ্মির মাধ্যমে তথ্য বিনিময় করতে পারে এমন কম্পিউটার তৈরির খুব কাছাকাছি পৌঁছেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
তথ্য স্থানান্তরের কাজে তারের বদলে আলোকরশ্মি ব্যবহার করলে কম্পিউটার বর্তমানের তুলনায় বেশি গতিতে তথ্য বিনিময় করতে পারবে। এ জন্য তাঁরা প্রিজম আকারের একটি ডিভাইস তৈরি করেছেন। ডিভাইসটি আলোকে বিভিন্ন রঙে আলাদা করে সঠিক দিকে পাঠাতে পারে। এর ফলে বিদ্যুতের পরিবর্তে আলোকরশ্মি ব্যবহার করে তথ্য স্থানান্তরে সক্ষম কম্পিউটার নির্মাণ করা সম্ভব।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2014/12/10/161121#sthash.Hu9ir6Ix.dpuf


আলোকরশ্মির মাধ্যমে তথ্য বিনিময় করতে পারে এমন কম্পিউটার তৈরির খুব কাছাকাছি পৌঁছেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক
তথ্য স্থানান্তরের কাজে তারের বদলে আলোকরশ্মি ব্যবহার করলে কম্পিউটার বর্তমানের তুলনায় বেশি গতিতে তথ্য বিনিময় করতে পারবে। জন্য তাঁরা প্রিজম আকারের একটি ডিভাইস তৈরি করেছেন। ডিভাইসটি আলোকে বিভিন্ন রঙে আলাদা করে সঠিক দিকে পাঠাতে পারে। এর ফলে বিদ্যুতের পরিবর্তে আলোকরশ্মি ব্যবহার করে তথ্য স্থানান্তরে সক্ষম কম্পিউটার নির্মাণ করা সম্ভব

আলোকরশ্মির মাধ্যমে তথ্য বিনিময় করতে পারে এমন কম্পিউটার তৈরির খুব কাছাকাছি পৌঁছেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
তথ্য স্থানান্তরের কাজে তারের বদলে আলোকরশ্মি ব্যবহার করলে কম্পিউটার বর্তমানের তুলনায় বেশি গতিতে তথ্য বিনিময় করতে পারবে। এ জন্য তাঁরা প্রিজম আকারের একটি ডিভাইস তৈরি করেছেন। ডিভাইসটি আলোকে বিভিন্ন রঙে আলাদা করে সঠিক দিকে পাঠাতে পারে। এর ফলে বিদ্যুতের পরিবর্তে আলোকরশ্মি ব্যবহার করে তথ্য স্থানান্তরে সক্ষম কম্পিউটার নির্মাণ করা সম্ভব।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2014/12/10/161121#sthash.Hu9ir6Ix.dpuf

বিনা মূল্যে কথা বলার সুবিধা দেবে 'কল প্লাস'

মোবাইল ফোনের পাশাপাশি ল্যান্ডফোনেও বিনা মূল্যে কথা বলার সুবিধা দেবে অ্যাপ 'কল প্লাস'। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য তৈরি অ্যাপটি অপর প্রান্তের টেলিফোনে ইনস্টল করা না থাকলেও এ সুবিধা পাওয়া যাবে। অ্যাপটি ব্যবহারকারীর 'কলার আইডি'ও প্রদর্শন করবে। ফলে কল করা ব্যক্তির পরিচয় জানা যাবে। যুক্তরাষ্ট্রে মোবাইল ও ল্যান্ডফোন এ সুবিধা পুরোপুরি ব্যবহার করা গেলেও মেক্সিকো, চীন ও ব্রাজিলে শুধু ল্যান্ডফোনেই কথা বলা যাবে ।
অন্যান্য দেশে কল করতে ব্যবহারকারীদের এক দিনের জন্য ৯৯ সেন্ট, দুই দিনের জন্য এক দশমিক ৯৯ সেন্ট এবং এক মাসের জন্য ১৯ দশমিক ৯৯ সেন্ট গুনতে হবে।

Thursday, December 11, 2014

বজ্রপাতে শেষ গোটা ফুটবল দল!

অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপারই বটে। হঠাৎ করে শুনলে অনেকেই ‘গাঁজাখুরি’ আলাপ বলে উড়িয়ে দিতে চাইবেন ব্যাপারটাকে। কিন্তু ঘটনাটা যে সত্য, সেটার প্রমাণ মিলছে অনেক জায়গাতেই। ১৯৯৮ সালের অক্টোবর মাসে আফ্রিকার দেশ কঙ্গোতে বজ্রপাত নিভিয়ে দিয়েছিল গোটা একটি ফুটবল দলের জীবন-প্রদীপ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই ভয়ংকর বজ্রপাতে অক্ষত ছিল নিহত ফুটবলারদের গোটা প্রতিপক্ষই। মাঠে লড়াইয়ে নামা একটি দলের ১১ জনই এই বজ্রপাতে মৃত্যুবরণ করলেও একেবারে অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছিল অপর দলটি। এ ঘটনাকে অবিশ্বাস্য বললেও তো কম বলা হয়।
কঙ্গোর একটি স্থানীয় পত্রিকায় এ সংবাদটি প্রথম ছাপা হয়েছিল। কিনশাসা থেকে প্রকাশিত এল’অ্যাভেনিরে প্রকাশিত এ ঘটনার বিবরণে বলা হয়েছিল, ‘বজ্রপাত মুহূর্তেই কেড়ে নেয় ১১ জন ফুটবলারের জীবন। আশ্চর্যজনক হলেও সত্যি, নিহত ফুটবলারদের সবাই একই দলের।’
পত্রিকাটি আরও জানায়, স্থানীয়রা খেলাটি চলার সময় সফরকারী দলের ওপর বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র প্রয়োগ করছিল। আফ্রিকার অনেক দেশেই ফুটবল ম্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। এসব ব্যাপার স্থানীয় সংস্কৃতিরই অংশ।
এল’অ্যাভেনিরের বরাতে বিবিসি এ-সংক্রান্ত সংবাদটি তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করে ঘটনার অব্যবহিত পরেই। ইনডিপেনডেন্ট ও গার্ডিয়ানের মতো পত্রিকাও এ খবরটি প্রকাশ করেছে গুরুত্বের সঙ্গেই। তবে সব পত্রিকাই এল’অ্যাভেনিরের কথা উল্লেখ করেই সংবাদটি প্রকাশ করে।
ঘটনাটির বিবরণে বলা হয়, কঙ্গোর কাশাই প্রদেশে স্থানীয় একটি ফুটবল দলের সঙ্গে আয়োজিত এই ম্যাচে সফরকারী দল এই বজ্রপাত-দুর্ঘটনার শিকার হয়। ম্যাচ চলাকালেই আচমকা বজ্রপাতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সফরকারী দলের সব খেলোয়াড়। আশ্চর্যজনক হলেও সত্যি, এই বজ্রপাতে স্থানীয় দলের কোনো খেলোয়াড়ের শরীরেই ফুলের টোকাটি পর্যন্ত পড়েনি।
আটানব্বই সালে এ ঘটনাটি ঘটার সময় কঙ্গোতে চলছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ।

Wednesday, December 10, 2014

নতুন রূপে আসছে ফেসবুক

নানা সুবিধা নিয়ে নতুন রূপে আসছে ফেসবুক। নতুন সুবিধায় ফেসবুকের প্রাইভেসি পলিসিকে আরও স্বচ্ছ আর সহজভাবে ব্যবহার করা যাবে। এতে নিজেদের প্রাইভেসি আরো সহজভাবে সাজাতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়া ফেসবুকের নতুন রূপ হিসেবে থাকছে, হোমপেজে কোন বিজ্ঞাপন দেখা যাবে, তা নির্ধারণ করতে পারবে ব্যবহারকারীরাই। ফলে অপছন্দের বিজ্ঞাপনে আর ভরে যাবে না হোমপেজ। আপনি কী ধরনের সাইট বা অ্যাপ ব্যবহার করে থাকেন, তার ভিত্তিতেই দেওয়া হবে বিজ্ঞাপন। এই আপডেট ব্যবহারকারীদের কাছে ফেসবুককে আরও প্রিয় করে তুলবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের প্রধান গ্লোবাল প্রাইভেসি অফিসার এরিন এগান বলেন, ‘ফেসবুকের এসব সুবিধার ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো ভালো হবে।’
নতুন সুবিধার মধ্যে আরো রয়েছে, কোনো জায়গায় ভ্রমণের সময় ফেসবুকেরমাধ্যমে খোঁজা যাবে কাছাকাছি রেস্তোঁরার। ফেসবুক অ্যাপটি আপনার মোবাইলে সঠিকভাবে কাজ করছে কিনা, তা সহজেই বুঝে নেবে ফেসবুক এবং সে অনুযায়ী পরামর্শও পাঠাবে।
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন রূপে ফেসবুক পাবেন ব্যবহারকারীরা। এরকম ঘোষণা দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।

দেড়’শ কোটি বছরের প্রাচীন পানি!

পৃথিবীর প্রাচীনতম পানি পাওয়া গেল কানাডার বুকে। গবেষকদের দাবি ওই পানি প্রায় দেড়’শ বছর আগের।
কানাডার খনিতে পাথরের ফাঁকে মিলেছে এই পানি। কানাডার অন্টারিওর এই খনিতে পানি পাওয়া গেছে।
ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও কানাডার দুটি ইউনিভার্সিটির গবেষকরা যৌথভাবে এই পানি নিয়ে গবেষণা চালিয়েছে। ভূপৃষ্ঠের দেড় মাইল গভীর থেকে ওই পানি উদ্ধার করা হয়েছে। এই পানির মধ্যে এমন কিছু গ্যাস রয়েছে, যা পরীক্ষা করে পানিটি কবেকার তা বোঝা সম্ভব হচ্ছে।

‘ডেট টেকনিক’ ব্যবহার করে এই পানির সময় বের করা হয়েছে। এর আগে ওই একই গবেষক দল পুরনো পানি আবিষ্কার করেছিল। তার থেকেও পুরনো এই পানি। এখনও ওই পানির প্রাণ আছে কিনা তা খতিয়ে দেখা দেখা হচ্ছে।